প্রকাশিত:
৩ ঘন্টা আগে
যৌনকর্মীদের সুরক্ষা আইন নিয়ে কোনো কথা বলেননি বলেও দাবি করেন তিনি। যৌন পাচার বন্ধ ও সিটির নিরাপত্তার কথা বলা হলেও ভোটারদের কাছে কুওমো ভুল ব্যাখা দিচ্ছেন বলেও অভিযোগ করেন মামদানি।
আর মাত্র তিন সপ্তাহ পর ভোটে নির্ধারণ হবে কে হবেন নিউ ইয়র্ক সিটির মেয়র। মেয়র হওয়ার দৌড়ে শেষ মুহূর্তে মসজিদ, মন্দির ও বিভিন্ন কমিউনিটির মধ্যে ব্যাপক প্রচার চালাচ্ছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানি ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো, তবে এখন পর্যন্ত ভোটার জরিপ আর মুসলিম কমিউনিটির মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে আছেন মামদানি।
প্রচার-প্রচারণার সবশেষ অবস্থা জানাতে শনিবার ম্যানহাটনে ক্যাম্পেইন কার্যালয়ে সাউথ এশিয়ান কমিউনিটির সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামদানি।
ওই সময় ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ের পেছনে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার ভোটারদের ভূমিকার কথা স্মরণ করেন তিনি।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একের পর এক বাধার পরও নির্বাচনে জয় পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন মামদানি। সিটিতে যৌনকর্মীদের নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি কুওমোর ‘মিথ্যাচারের’ জবাব দেন তিনি।
মেয়র নির্বাচিত হতে পারলে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসকে পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি নাগরিক সেবা বাড়াতে নিজের পরিকল্পনার কথাও জানান জোরান মামদানি।